Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
লক্ষ্মীপুর জেলায় সন্ত্রাস, জংগীবাদ ও সামাজিক সমস্যা নিরসন বিষয়ক জেলা পর্যায়ের সম্মেলনে-২০২১ বাস্তবায়িত
Details
ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোঃ মুশফিকুর রহমান গত ২১শে সেপ্টেম্বর, ২০২১ খ্রীঃ এ  লক্ষীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে "সন্ত্রাস, জংগীবাদ ও সামাজিক সমস্যা নিরসন বিষয়ক জেলা পর্যায়ের সম্মেলনে" প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


  বিভিন্ন উপজেলা হতে আগত কেয়ারটেকার, কেন্দ্র শিক্ষক /ইমামগনের উপস্থিতিতে বাস্তবায়িত উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন লক্ষীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।
Attachments
Publish Date
04/01/2022
Archieve Date
07/01/2022